কুড়িগ্রাম প্রতিনিধি॥
অধুনালুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ায় ভিডি পার্টি(আনছার ভিডিপি) সদস্যরা মানবেতন জীবন যাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের বিভিন্ন দপ্তরে আর্থিক সাহায্য ও কর্ম সংস্থানের ব্যবস্থা না হওয়ায় হতাশায় ভুগছেন তারা। ২০১৫ সালের ৩১ শে জুলাই ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়া বাংলাদেশের মুল ভুখন্ডের সাথে সংযুক্ত হওয়ার পরে ছিটমহলের রাস্তা, ঘাট, ব্রিজ-কালভাট, বিদ্যৎসুবিধা, শিক্ষা,চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়ন সাধিত হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি সাবেক ছিটমহলের শান্তি শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৫০ জন ভিডি পার্টি(আনছার ও ভিডিপি) সদস্যের।
আইন শৃংখলার মারাত্বক অবনতি হলে এখানকার জনসাধারন অপরাধীদের হাত থেকে বাচার জন্য ১৫০ জন সদস্য নিয়ে গড়ে তোলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। যার নাম দেওয়া হয় ভিডি পার্টি(আনছার ভিডিপি)। প্রতিটি আনছার ভিডিপি কে অস্ত্র হিসেবে দেয়া হয় একসেট খাকী পোশাক,টর্চ লাইট ও তীর ধনুক। দীর্ঘ ৬৮ বৎসর দক্ষতার সাথে ছিটমহল বাসির শান্তি শৃংখলা রক্ষা করলেও বর্তমানে তাদের ঘরেই নেই কোন শান্তি।
তৎকালীন ছিটমহল দাশিয়ারছড়ার চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আনছার ভিডিপি সদস্যরা ৬৮ বৎসর সততা ও নিষ্ঠার সহিত জনগনের সেবা করেছেন, বিনিময়ে তারা কিছুই পায়নি। ছিটমহল বিনিময় হলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই সরকারের কাছে অনুরোধ মানবিক দৃষ্টি কোন থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
ভিডিপি কমান্ডার আঃ আজিজ, ওয়ার্ড কমান্ডার মহসিন আলী, আঃ ছালাম দুঃখ করে জানান, হামরা ছিট পওরা (পাহাড়া) দিছি, এলা হামারে কিছু নাই। আগে কিছুটা হলেও চেয়ারম্যানের কাছ থেকে ভাতা পেতাম, কিন্তু বর্তমানে বাংলা হওয়ায় তাও নাই।