মৌলভী বাজার প্রতিনিধি॥
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে শাহিনা আক্তার (২৪) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ছেলে মুন্না (২২)। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সাভিসের লোকজন আগুন নিয়ন্ত্রেণে আনেন। জানাযায় বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের সময় রাজনগর সদর ইউনিয়নের ভুজবল গ্রামের রোকেয়া বেগম (৫০) এর আধাপাকা (সেমিপাকা) বসত ঘরে বৈদ্যুতিক শট সাকিট থেকে আগুনে এ ঘটনাটি ঘটে।
রাজনগর থানার ওসি শ্যামল বিষয়টি নিশ্চিত করেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিধারিত করা হয়নি।