টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইল পৌর এলাকার ১নং ওয়ার্ডে মাদক ও জঙ্গি বিরোধী জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে সদর থানা পুলিশ ফাঁড়ির উদ্যোগে বাসটার্মিনাল সংলগ্ন মিল্ক ভিটা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান।
সদর থানা ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আরা বেবী, কমিউনিটি পুলিশের থানা সিপিও মো. মোশারফ হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ।
উঠান বৈঠকে টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।