চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থায়নে ডিজিটাল ক্লাশরুম স্থাপনের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আ.লীগ নেতা মোসফিকুর রহমান টিটো, শহর যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন রাসেলসহ শিক্ষা কর্ককর্তাসহ দলীয় নেতাকর্মী। এমপি আব্দুল ওদুদ তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে দেশকে ডিজিটালবাংলাদেশে রুপান্তর করা।এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমা ব্যক্ত করেন আব্দুল ওদুদ এমপি।গরীব দুঃস্থদের মাঝে ওদুদ এমপির ঢেউটিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত সহায়তা দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, শহর যুব লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন রাসেলসহ শিক্ষা কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী। এমপি আব্দুল ওদুদ তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ও গরীব দুঃস্থ মানুষের জন্য সবসময় চিন্তা করেন। আর চিন্তা করেন বলেই আজ এ ঢেউটিন ও আর্থিক সাহায্য প্রদান করা হলো। তিনি আরো বলেন ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকবেন।