কুমিল্লা দাউদকান্দি প্রতিনিধি॥ ২৪৯ নং সংসদীয় আসন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) নির্বাচনী এলাকা নির্বাচন কমিশন কতৃক পূণ:বহাল রাখায় স্থানীয় জাতীয় পার্টির উদ্যোগে দাউদকান্দি জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী,আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,জাতীয় পার্টির প্রেসিডেন্ট, মহাসচিব ও নির্বাচন কমিশনারকে আসনটি পূনবহাল হওয়ায় ধন্যবাদ জানান। সে সাথে তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন জাতীয় থেকে প্রার্থী হওয়ার ঘোষনা দেন এবং পূর্বেরমত দাউদকান্দি মেঘনার সর্বস্তরের জনগণের পাশে থাকবেন বলে জানান ও সকলের দোয়া কামনা করেন।