বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটের ফকিরহাটে কৃষক কতৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধানের নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফকিরহাট উপজেলা চাকুলী এলাকায় এই মাঠদিবস অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপাজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।এসময় অন্যারেন্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোতাহার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান আলী, কৃষক মোঃ লেবুয়াত শেখ, মোস্তাফিজুর রহমান, ফাতেমা বেগম, রাজা আহম্মেদ প্রমুখ।ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের কৃষক মোঃ লেবুয়াত শেখ এবছর একটি বিশেষ জাতের ধান উদ্ভাবন করেন। যার ফলন সাধারণ যেকোন ধানের থেকে অনেক গুন বেশি। অনুষ্ঠানে এই ধান চাষের উপর আলোচনা করা হয়।কৃষি বিভাগের মতে, নতুন উদ্ভাবিত এই জাতের ধান অন্য যেকোন ধানের থেকে বেশি ফলনশীল।