• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

মেয়ের সাথে এসএসসি পাস করলেন জেলা বিএনপি নেতা

আপডেটঃ : সোমবার, ৭ মে, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাস করলেন। এবার তার মেয়েও এসএসসি পাস করেছে।
সূত্র জানায়, আশরাফ পাহেলীর একমাত্র কন্যা আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছেন। অপরদিকে, আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাস করার বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ পাহেলী নিজেও এবার পরীক্ষা দেয়া ও পাস করার বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, আশরাফ পাহেলী এরআগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ