• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

চার নারীকে লাঞ্ছনার অভিযোগে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

চার নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান সোমবার পদত্যাগ করেছেন। তিনি যৌন হয়রানির বিরুদ্ধে উচ্চকণ্ঠ নারীদের ‘মি টু হ্যাশ ট্যাগ’ আন্দোলনের জোর সমর্থক হিসেবে পরিচিত। খবর এএফপি’র।
এক বিবৃতিতে স্নাইডারম্যান বলেন, তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সঙ্গে তার পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক নেই। কিন্তু এগুলো তাকে সুচারুভাবে দায়িত্ব পালনে বাধা দেবে। তাই তিনি পদত্যাগ করছেন। নিউইয়র্কের এক ম্যাগাজিনকে দুজন নারী অভিযোগ করেন, স্নাইডারম্যান তাদের গলায় আঘাত করেছেন ও মারধর করেছেন। তারা চিকিৎসা নিয়েছেন বলেও জানান।
আরেক নারী আইনজীবী অভিযোগ করে বলেন, স্নাইডারম্যান তার মুখে গুরুতর আঘাত করেছেন। অপর নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানান। চার নারীই বলেন, তাদের সঙ্গে স্নাইডারম্যানের প্রেমের সম্পর্ক ছিল। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো স্নাইডারম্যানকে পদত্যাগের জন্য আহ্বান জানান।
তিনি বলেন, নিউইয়র্কের শীর্ষ আইনি কর্মকর্তাসহ কেউই আইনের ঊর্ধ্বে নন। নিউইয়র্কের চলচ্চিত্র জগতের মোগল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে বেশ কিছু যৌন হয়রানির অভিযোগ ওঠে। নিউইয়র্কের প্রধান কৌঁসুলি হিসেবে স্নাইডারম্যান এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ