• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, নিরব সৌদি আরব

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভরত লাখো ফিলিস্তিনির উপর গুলিবর্ষণ করে অন্তত ৫৮ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হচ্ছে, ২০১৪ সালের পর এতো মৃত্যুমিছিল দেখেনি ফিলিস্তিনবাসী। পিতৃভূমির স্বাধীনতা প্রত্যাশী নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর এ বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এ নিয়ে এখন পর্যন্ত মুখে কুলূপ এঁটে রয়েছে মুসলিম বিশ্বের ক্ষমতাশালী দেশ সৌদি আরব।
এর মধ্যে, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও গাজায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে। এছাড়া নিন্দা ও পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্র প্রধানরা। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে, মার্কিন দূতাবাস স্থানান্তর অনুষ্ঠানে সেদেশে থাকা ৮৬টি দেশের দূতদের আমন্ত্রণ জানানো হলেও, সেখানে উপস্থিত হন মাত্র ৩৩টি দেশের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ