• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

গোহত্যার অভিযোগে মধ্যপ্রদেশে যুবককে পিটিয়ে হত্যা

আপডেটঃ : রবিবার, ২০ মে, ২০১৮

ভারতের মধ্য প্রদেশের সাতনা জেলায় গোহত্যার অভিযোগে রিয়াজ নামে এক যুবককে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আরো একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়- বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াজ ও শাকিল নামে দুই যুবক গরু মাংস নিয়ে যাচ্ছিলেন। তারা আমগড় গ্রামের পৌঁছালে গ্রামের কয়েকজন যুবক তাদের ধরে প্রচণ্ড মারধর করে।  শুক্রবার ভোরে রিয়াজ মারা যান। শাকিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতনার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় ৪-৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে জবাই করা একটি গরুর দেহ ও এক বস্তা গরুর মাংস উদ্ধার করা হয়েছে।
এর আগে জানুয়ারিতেও বিহারের মুজফফরপুরে উত্তেজিত জনতা একটি ট্রাকে ভাঙচুর চালায়, মারধর করে চালককে। তাদের সন্দেহ ছিল, ওই ট্রাকে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ