• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া

আপডেটঃ : সোমবার, ২১ মে, ২০১৮

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার ইউএস বাংলার একটি ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি আজ ভোরে যুক্তরাজ্য থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর রাজধানীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন। সেখান থেকে দুপুরের দিকে প্রিয়াঙ্কা কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
প্রিয়াঙ্কার সফর-সূচি থেকে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকালে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন বলিউডের এই অভিনেত্রী।
এবিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, জেলা বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছান। বিকেল ৪টায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ