• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

জামিনে মুক্ত উইনস্টন

আপডেটঃ : শনিবার, ২৬ মে, ২০১৮

গ্রেফতারি এড়াতে আত্মসমর্পন, আবার সেদিনই মিলল জামিন। ১ মিলিয়ন ডলারের বিনিময়ে জামিনে মুক্ত হন হলিউড প্রযোজক হার্ভে উইনস্টন।
শুক্রবার নিউইয়র্ক পুলিশ স্টেশনে আত্মসর্পণ করেন উইনস্টন। তার বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। হেনস্থার অভিযোগ তুলেছিলেন অ্যাঞ্জোলিনা জলি থেকে বহু হলিউড তারকারা। উইনস্টনকে অস্কার কমিটি থেকেও বহিষ্কার করা হয়। পরিস্থিতি প্রতিকূল দেখেই আত্মসর্পণ করেছিলেন তিনি। অবশ্য, আত্মসর্পণের দিনই জামিনে মুক্ত হয়ে যান।
উইনস্টনের আইনজীবী বেনজামিন ব্রাফম্যান জানাচ্ছেন, উইনস্টনের বিরুদ্ধে করা মামলায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যে সমস্ত নারীরা উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, তাদের পরবর্তী বয়ান অসঙ্গতিপূর্ণ। দুই বয়ানে কোনও মিল নেই বলে জানাচ্ছেন বেনজামিন। সংগৃহীত তথ্যও উইনস্টনকে দোষী প্রমাণ করে না। সমস্ত কিছু বিচার করে উইনস্টনকে জামিনের নির্দেশ দেয় আদালত।
উইনস্টনের বিরুদ্ধে ধর্ষণ,যৌন হেনস্থা, অপরাধমূলক কাজের একাধিক মামলা রয়েছে। ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ