• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

হরিজনদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটঃ : বুধবার, ৩০ মে, ২০১৮

রংপুর অফিস॥
রংপুর সিটি কর্পোরেশনের আওতায় কর্মরত সকল হরিজনদের বাজার দরের সাথে সংগতিপূর্ণ বেতন বৃদ্ধি, অবসর ভাতা, উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন  দাবিতে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় হরিজন অধিকার আদায় সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সিটি কর্পোরেশন মেয়র বরাবর একটি স্মারক লিপি পেশ করা হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বরে হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুজন বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর, সুমন বাসফোর, শরৎ বাসফোর প্রমুখ। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনে প্রায় পাঁচ শতাধিক হরিজন সম্প্রদায় পরিচ্ছন্নতার কাজ করে আসছি। নগর পরিকল্পনা বাস্তবায়ন ও নাগরিকদের স্বাচ্ছন্দ নিশ্চিত করতে রাস্তা-ঘাট অফিস-আদালত ঝাড়– দেওয়া সহ বিভিন্ন কাজ করছি । কিন্তু  বেঁচে থাকার জন্য ন্যূনতম অধিকার থেকেও আমরা বঞ্চিত। প্রসূতি মায়েদের জন্য মাতৃকালীন ছুটি নেই এবং কর্মরত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় না । আমরা অনেক দুঃখ কষ্টে মানবেতর জীবন যাপন করছি। এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে মুঠো ফোনে যোগাযোগের  চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায়  তা সম্ভব হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ