তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে গতকাল তালন্দ ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আয় এক কোটি ২৬ লাখ ২১ হাজার ৬৪৩ টাকা সমপরিমান ব্যায় দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর মডেল কলেজের অধ্যক্ষ আ:মতিন ।তালন্দ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আবুল হাসানের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট পড়ে শোনান ইউনিয়ন পরিষদের সচিব রাশেল মাহমুদ ।উক্ত বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মামলাতুন ।এ সময় উপস্থিত ছিলেন লালপুর হাফেজিয়া মাদ্রাসার সুপার নাজমুল হোসেন ,তালন্দ ইউপির নারী পুরুষ সদস্য, ইউপি এলাকার ৩’শ জন সাধারন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।বাজেট অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।