টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিহাতী থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক বংশাই পত্রিকার সম্পাদক এবং কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ সেলিম আর নেই। বুধবার(৩০ মে) ভোরে তিনি কালিহাতী উপজেলা সদরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। আশির দশকের তুখোর ছাত্রনেতা হারুনুর রশিদ সেলিম দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।
বুধবার বাদ যোহর সাতুটিয়া-বেতডোবা ঈদগাঁ মাঠে তার নামাজে জানাযা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযা নামাজে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনছার আলী বিকম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।