প্রতিনিধি বাগেরহাট॥
কচুয়ায় এক সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবন্ধী সহ ৪জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুশীল কুমার হালদারের ছেলে দিনমজুর তপন হালদারের বাড়ীতে এসে একই এলাকার পলাশ ও মিঠুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র হামলা চালায়। এসময়ে তপন হালদার (৩৮) ছেলে ৯ম শ্রেণীর ছাত্র, বিশ্বজিৎ হালদার (১৪) কলেজ পড়–য়া মেয়ে পপি হালদার (১৭) ও প্রতিবন্ধী স্ত্রী পলাশী হালদার (৩৬) আহত হয়। আহতদের মধ্যে তপন হালদার ও তার ছেলে বিশ্বজিৎ হালদারকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সন্ত্রাসীদের হাত থেকে বাচঁতে ওই সময়ে পাশের রুস্তুম শেখের বাড়ীতে আশ্রয় নিলে ওই বাড়ীতে ও তান্ডব চালায় সন্ত্রাসীরা কচুয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. বেলফার হোসেন বলেন, তপন হালদারের হাতের আঘাত গুরুত্বর,এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। বিশ্বজিতের মাথায় সেলাই দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। পরীক্ষা করে বিস্তারিত জানাযাবে।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, হিন্দু পরিবারে হামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে