বাগেরহাট প্রতিনিধি॥
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ওই ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, ঝনঝনিয়া গ্রামের মৃত ছামির উদ্দিনের পুত্র জিয়াউর রহমান জিয়া ভাগা এলাকায় মাদক বিক্রি করছিল এমন খবর পেয়ে বুধবার বিকালে ভাগা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামপাল থানাসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।