• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

অর্থ আতœসাত ও প্রতারনার মামলায় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাধারন সম্পাদকের ৩ বছরের কারাদন্ড

আপডেটঃ : শুক্রবার, ১ জুন, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
অর্থ আতœসাত ও প্রতারনার মামলায় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাধারন সম্পাদক শেখ মোঃ এনামুল হককে ৩ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই রায় প্রদান করেন।
শেখ মোঃ এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পাঁচিল গ্রামের আব্দুর রশিদের ছেলে। এনামুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি সুত্রে জানা যায়, শেখ মোঃ এনামুল হক মিশাম এগ্রো ইন্ডাষ্ট্রি লিমিটেড ও মিশাম ফিডস্ লিমিটেডের মানি এ্যান্ড ব্যাংকিং এ্যাসিসষ্টেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ১৩  এপ্রিল কোম্পানীর লেবার বিল ও ট্রাক ভাড়া বাবদ এমডি ও ডিরেক্টর স্বাক্ষরিত ইসলামিয়া ব্যাংক সিরাজগঞ্জ শাখার  (একাউন্ড নং ২৬৮৩, চেকনং ৮৪১৯৬৬৯ ও একাউন্ড নং ৩১১৮ চেক নং ৭৯০৮১৭৬) দুটি চেক তার এনামুলের নামে প্রদান করা হয়। এনামুল চেক দুটি গ্রহন করে স্বাক্ষর পূর্বক ব্যাংক থেকে ৪ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আতœগোপন করে। এব্যাপারে কোম্পানীর স্টোর অফিসার শাকিল উদ্দিন অর্থ আতœসাত ও প্রতারনা অভিযোগ এনে (৪০৮ ধারায়) মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ প্রদান শেষে আজ এরায় প্রদান করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ