পাঁচবিবি (জয়পুরহাট)॥
আজ শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খ্রীষ্টান পল্লীতে বজ্রপাতে ডেভিট টপ্প্য (৩০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে বৃষ্টিপাতের সময় লোকমা মিশন বাড়ীর অনীল টপ্প্য’র ছেলে ডেভিট তার কচুলতির জমিতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।