চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে বেসরকারী সংস্থা মহানন্দা ইয়থ ডেভেলপমেন্ট সোসাইটি(মাইড্স) এর আয়োজনে বৃহস্পতিবার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাইড্স নির্বাহী পরিচালক বেলাল উদ্দিনের সভাপতিত্বে আদাতলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক দলদলী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, একরামুল হক মাষ্টার, সাবেক ইউপি সদস্য মোস্তাকিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাইড্স শাখা ব্যবস্থাপক হেলালউদ্দিন, এরিয়া ম্যানেজার আব্দুল আউয়াল ও আদাতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু মোতালেবসহ অন্যরা। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানটি নানা সামাজিক কাজের সাথে সংশ্লিষ্টতা রেখে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে যাচ্ছেন বলে নির্বাহী পরিচালক বেলালউদ্দিন জানান। পরে ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওঃ মাইনুল ইসলাম।