• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

ফুটওভার ব্রিজ রেখে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার!

আপডেটঃ : শুক্রবার, ১ জুন, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
বঙ্গবন্ধুসেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে জীবনের ঝুঁকি নিয়ে পথচারিরা মহাসড়ক পাড় হচ্ছেন। অথচ স্থানীয়দের দাবির মুখে ওই স্থানে দুর্ঘটনা এড়াতে কয়েকবছর আগে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। আন্দোলন-সংগ্রাম করে ফুটওভার ব্রিজ আদায় করা হলেও এখন তা অনেকেই ব্যবহার করছেন না। কিন্তু ওই ফুটওভার ব্রিজ এখন ব্যবহৃত হচ্ছে ভাসমান পতিতাদের নিরাপদ আবাস হিসেবে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ব্যস্ততম মহাসড়কের এলেঙ্গায় নারী-পুরুষসহ অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পাড় হচ্ছেন। কেউ কেউ মাথায় ভারি বস্তা নিয়েও পাড় হচ্ছেন ওই সড়ক। অথচ হাইওয়ে পুলিশ এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত সাধারণ পথচারিরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
রমজান আলী নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন আগে নির্মাণ করা ফুটওভার ব্রিজ দিয়ে সাধারণ মানুষ প্রথমদিকে চলাচল করলেও বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে দৌঁড়ে রাস্তা পাড় হচ্ছে। অথচ ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ওইস্থানে নিয়মিত টহল সহ দায়িত্ব পালন করছে। এ কারণে ওইস্থানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে।
রাস্তা পাড় হওয়া আব্দুর রশিদ, আবু সায়েম, মনির হোসেন, শফিক সহ অনেকেই জানান, দ্রুত মহাসড়ক পাড় হওয়ার জন্যই তারা ঝুঁকি নিয়ে রাস্তা পাড় হয়েছেন। তবে তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ওভারব্রিজ দিয়ে চলাচলে বাধ্যবাধকতা থাকার ব্যবস্থা করলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ