টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুন) ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে এক জনের পরিচয় জানাগেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া। অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহতের হাতে একটি ব্রেসলেট রয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, শুক্রবার ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুমনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। অপর ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশে পড়ে রয়েছে। ওসি আরো জানান, জিআর থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেবে।