চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম ভাষা সৈনিক থেকে শুরু বিভিন্ন সংগঠনের সম্মাননা পদক ও স্বর্ণ পদক লাভ করেছেন। আবার এরই মধ্যে বিশ্ব বরেণ্য নেতা ইয়াসির আরাফাত স্মৃতি সম্মাননা পদকে ভূষিত হয়েছে।
গেল ৫ মে চেয়ারম্যান মো. বেনাউল ইসলামকে এই পদকে ভূষিত করেন বিশ্ব বাংলা ও বাঙালি পরিষদ। ওইদিন ঢাকাস্থ নাহার প্লাজার পামপি চাইনিজ রেস্টুরেন্টে এই সম্মাননা পদক দেয়া হয়। বাশিসাসাপ’র সভাপতি মো. গোলাম রাব্বানী খানের সভাপতিত্বে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা ও বাঙালি পরিষদের প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক, সভাপতি ভাষাসংগ্রামী সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার ভাষাসৈনিক মো. রফিকুজ্জামান।