চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর শিরোটোলা গ্রামে শ্যামলী খাতুন (১৬) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকারুল ইসলাম (২৪) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। এনিয়ে হত্যার ঘটনায় আটকের সংখ্যা দাড়ালো ৫ জন। আটককৃত ব্যক্তি হল- উপজেলার রশিকনগরের তাহের আলীর ছেলে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর বাঘমারার তাহেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কবির হোসেন। এদিকে আদালত এর আগে গ্রেপ্তার টুটুলের ২ দিনের রিমা- মঞ্জুর করেছেন। টুটুল ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে। শুনানী শেষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ‘খ’ আমলী আদালতের বিচারক ২ দিনের রিমা- মঞ্জুর করেন। এরআগে ১০ দিনের রিমা- চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।