• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি মসজিদের ইমামদের সহায়তা কামনা মাদকবিরোধী অভিযানে সকলকে সোচ্চার হবার আহবান

আপডেটঃ : শুক্রবার, ১ জুন, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জসহ সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলছে মাদকবিরোধী অভিযান। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি মাদকবিরোধী অভিযানের সুফলকে সামনে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, যদি কোনও নিরীহ ব্যক্তি অভিযানের শিকার হয়ে থাকে তাহলে তার ব্যবস্থাও আমরা নিবো। দীর্ঘদিন থেকে গোয়েন্দারা এ বিষয়ে কাজ করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেই গডফাদার থাকুক, যেই বাহিনীতেই থাকুক, কাউকেই ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না। আমি যখন ধরি ভালো করেই ধরি। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সফর শেষে ৩০ মে ঢাকায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও র‌্যাব শুরু করেছে মাদকবিরোধী যৌথ অভিযান। এরি মাঝে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদক ব্যবসায়ীদের ধরে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে তাদের আদালত কারাদন্ড প্রদান করেছে। শুক্রবার জুমআ নামাজের পর জেলার প্রত্যেকটি মসজিদে ইমামদের সহায়তায় মাদকবিরোধী প্রচারণা চালায় জেলা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইতে চাইলে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম  জানান, বাংলাদেশ পুলিশের জন্য দোয়া চাইছি আপনাদের কাছে। ইমামদের কাছেও দোয়া প্রার্থণা করেছি। যাতে আমরা ভাল কাজ করে যেতে পারি।শুক্রবার প্রত্যেকটা মসজিদে পুলিশের পক্ষ থেকে মসজিদের ইমামদের মাদকবিষয়ে আলোচনা করবার জন্য সহায়তা কামনা করা হয়। তারি প্রেক্ষিতে মসজিদের ইমামগণ মসুল্লিদের মাদকবিরোধী অভিযান এর সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করেন।পুলিশ সুপার আরো বলেন, সবার একান্ত প্রচেষ্টায় জেলা থেকে মাদকের ভয়াল থাবা থেকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। যে কোন কাজ একার পক্ষে করা সম্ভব নয়। তিনি বলেন, যে সব এলাকার মাদক ব্যবসায়ীদের ধরা হয়েছে সে সব এলাকার মসজিদে তাদের নাম ইমামদের মাধ্যমে মুসুল্লিদের জানানো হয়েছে। আমি আরো বলব আপনাদের, আপনার এলাকাতে কেউ যদি মাদক ব্যবসায়ী থেকে থাকে তবে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আমরা অবশ্যই তাতক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। যারা তথ্য দেবেন আমি তাঁদের বলছি নিশ্চিন্তে পুলিশ কে তথ্য দিন। আপনার নাম পরিচয় গোপণ থাকবে এ টুকু আশ্বাস দিচ্ছি। তিনি বলেন, ক্রসফায়ার নয় বরং মাদক নির্মূলে পুলিশের মসজিদে মসজিদে প্রচারণা আরো বাড়াব আমরা। সকলেই মিলেমিশে সামাজিক এ ব্যাধী মাদক চিরতরে বন্ধ করব। অপরদিকে শিবগঞ্জেও মাদক, অস্ত্র ও চোরাকারবারিদের ব্যাপারে মসজিদের ইমামদের অনুরোধ করা হয়েছে। জুমআর নাজের পর মসজিদ গুলোতে এ ব্যাপারে আলোচনা করা হয়।শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্তে ভারত বাংলাদেশের যৌথ জামে মসজিদে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মো. ইকবাল হোছাইন পিপিএম। তিনি মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের ভাল পথে ফিরে আসতে অনুরোধ জানান ও বাংলাদেশ পুলিশের জন্য দোয়া চান এবং সেই সাথে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহতাব উদ্দিন, এএসআই শামসুল হক। উপজেলার প্রতিটি জামে মসজিদে প্রতি শুক্রবার এমন প্রচারণা চালাচ্ছে শিবগঞ্জ থানা পুলিশ। একিভাবে জেলার গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল, রহনপুরে একি রকম কার্যক্রম চালান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ