পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি॥
জয়পুরহাটের পাঁচবিবিতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল ইসলাম রাসেল, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জয়পুরহাট শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ শামছুল হক,পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু,প্রভাষক শাহাদুল ইসলাম সাহাদত প্রমুখ। ইফতার মাহফিলে বিভিন্ন শেণি পেশার প্রায় চার শতাধীক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।