ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে পৌর-সভায় অটোরিকসার চাপায় পড়ে মোঃ রাহাত (৬)নামে ল্যাবটরী স্কুলের নার্সারীতে পড়–য়া এক ছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার (০১জুন) সকাল ১০ ঘটিকার সময় ধামরাই পৌর-সভার পাঠানটোলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাহাত মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রাধাকান্দপুর গ্রামের মোঃ নাছির উদ্দ্েিনর ছেলে। মোঃ নাছির উদ্দিন ধামরাইয়ে ব্যবসা করে এবং রাহাতের মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করে।
সরেজমিনে গিয়ে জানাযায় মোঃ রাহাত সকালে বাসা থেকে বের হয়ে রাস্তা পাড়ি দিতে গিয়ে দৌড়দিলে দ্রুতগতিতে একটি অটোরিকসা এসে রাহাতকে চাপা দিলে ঘটনা স্থলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে রিকসা চালক তাকে নিয়ে ধািমরাই সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং হাসপাতালে নেওয়ার পথে রাহাত মারাযায়।
এই ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জাকারিয়া হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় মারাগেছে সেই ব্যাপারে আমাদেকে কেউ কিছুই বলেনি।
এই ব্যাপারে ধামরাই বন্ধু মহলের সভাপতি মোঃ গার্নেল বলেন, সরকারী রাস্তা দখল করে এক প্রভাবশালী ব্যাক্তি রাস্তার উপর ট্রাক পারকিং করে রাখার কারণে প্রতিনিয়ত ঐ জাগাটাতে দুর্ঘটনা ঘটে।কারণ ট্রাক রাখার কারণে অপর দিকথেকে যানচলাচল ও রিকসা চলা চল করলে তা দেখাযায় না। যার কারণে রাস্তা পারা পার হওয়ার সময় বেশির ভাগক্ষেত্রেই এই দুর্ঘটনা ঘটে। তাই এলাকাবাসির দাবি অতি তাড়াতাড়ি এর সঠিক ব্যাবস্থা নেওয়া হোক ।
এই ব্যাপারে পৌর-যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান বলেন, পৌর-সভার ভেতরে অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে কোন অটোরিকসা চালানো যাবে না।কারণ অপ্রাপ্তদের দিয়ে রিকসা চালালে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই গুলি বন্ধ করতে হবে।
এই ব্যাপাওে পৌর-কাউন্সিলর মোঃ জাকির হোসেন বলেন, রাস্তা দিয়ে রিকসা চালকেরা যে ভাবে দ্রুত গতিতে রিকসা চালায় তাতে যে কোন সময় দুর্ঘটনা ঘটবে এটাই সাবাবিক। কারণ এরা কোন নিয়ম নিতি মানে না।
এই ব্যাপারে ধামরাইয়ে আঈগনের অপ্রাপÍ বয়স্ক মোঃ মনির (১১) বলে আমরা অত্যান্ত গরিব তাই রিকসা চালিয়ে কোন রকমে দিন চলে। আমার বাবার পক্ষে একা সংসার চালানো কষ্ট হয়ে পড়ে যার কারণে আমি নিজে ও রিকসা চালায়। রিকসার নাম্বার -০০১৯।
এই ব্যাপারে পৌর-মেয়র ও পৌর আওয়ামী-লীগের সভাপতি আলহাজ¦ গোলাম কবির মোল্লা বলেন, গতকাল একটি বাচ্চা মার গেছে এই ব্যাপারে আমি কিছু জানি না। অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে রিকসা চালালে আমি কি করতে পারি। কারণ আমি ব্যাবস্থা নিতে গেলে এমপি সাহেব সেটাকে বাধা দেয়। যার কারণে আমি এর কোন উপযুক্ত পদক্ষেপ নিতে পারি না।