চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১’শ গ্রাম হেরোইনসহ ২ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে মহারাজপুর মেলার মাঠে এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার খড়িয়াল গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে ফাক্কুর ছেলে শাহ্ আলম ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাসুদ রানার ছেলে সুলতান আলী।নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল রহমান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাত প্রায় সোয়া ১টায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মাঠে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও হেরোইনসহ তাদের গ্রেফতার করে। এব্যাপারে, থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।