রংপুর অফিস॥
রংপুরের হারাগাছে মাদক বিরোবী ব্লক রেইড করেছে পুলিশ। শুক্রবাব রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রেইডে অংশ নেয় ৩শ পুলিশ। ৪ ঘন্টার অভিযানে গ্রেফতার করা ৭ জন ড্রাগ লিডার কে। উদ্ধার করা হয় বিভিন্ন প্রকারের মাদক। অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ জানায় , চলমান মাদক বিরোধী অভিযানে ৩শ পুলিশ অংশ নিয়ে হারাগাছ পৌর সভার বিভিন্ন পাড়ায় তল্লাশী চালিয়ে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা করা হয়েছে এক মকেজি গাঁজা, ১’শ ৭ পিচ ইয়াবা ও ২’শ বোতল ফেন্সিডিল। গ্রেতারকৃতরা হলো ভগিরত মাছহাড়ির লিপ্টন মিয়া, (৩২), সারাই হক বাজার মালিয়া টারির শাহিন সরকার(৩৮), কাজি পাড়া কশাই টাড়ির ইউসুফ আলী(৪০), পশ্চিম ডারার পাড়ের নাসির ওরফে ন্যাড়া নাসির(৩২), নাহিদ ওরফে লিটন(২৯), মিন্টু(৩৮) ওসারাই হাজি পাড়ার দিলসাদ তানভির লুভেন(২৮)।