বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক সেবীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ৫ জনকে মাদক সেবনের অভিযোগে এবং অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামী বলে জেলা পুলিশ জানিয়েছেন। এসময় ২০ গ্রাম গাঁজা ও ২৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাগেরহাট সদর থানায় ১ জন, চিতলমারী থানায় ১ জন, মোরেলগঞ্জ থানায় ১ জন, কচুয়া থানায় ২জন ও মোংলা থানায় ১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবীসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।