ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় রাশেদ মিয়া (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার(৫জুন) সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার হবিরবাড়ী মুসলিম এতিমখানা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের হবিরবাড়ী মুসলিম এতিমখানার সামনে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।