পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
এতিমখানার ভূয়া বিলে স্বাক্ষর না করায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগীগণ অংশ নেন।