ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে ডাউটিয়া বোরাক তৈলের পাম্প এলাকায় এ কে এস গার্মেন্টস এর বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে প্রায় ৫০ জন।
মঙ্গলবার(০৫জুন) বিকাল ৬ ঘটিকার সময় ধামরাই ডাউটিয়া এলাকায় বোরাক তৈলের পাম্পের পাশে এই দূর্ঘটনা ঘটে।
এই সময় আহতদেও ডাকচিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে আশেপাশের ভিবিন্ন প্রাইভেট ক্লিনিকে ও ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই রিপোট লেখা পর্যন্ত কারও নাম ঠিকানা পাওয়া যায়নি।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরির্দশক-(এস আই) মোঃ রাশেদ হোসেন জানান,ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী গ্রীনলাইন বাসটি ডাউটিয়া বোরাক তৈলের পাম্প এলাকায়
পৌঁছালে বাসটি এ কে এস গার্মেন্টস এর গাড়ীকে অভারটেক করলে বাসটিতে বারি লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টিয়ে পড়ে যায়। এতে ঘটনা স্থলে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়
। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।