• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

নব নির্বাচিত খুলনা সিটি মেয়রকে বাগেরহাট প্রেসক্লাবের সংবর্ধনা

আপডেটঃ : বুধবার, ৬ জুন, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি:
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা দিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে ইফতার মাহফিলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন, বাগেরহাট- ৩( রামপাল- মোংলা)  আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুচি, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা সিটি নির্বাচনে বাগেরহাট জেলার সর্বস্তরের লোক আমার পক্ষে কাজ করেছে। এ বিজয় বাগেরহাটের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের পরিশ্রমের ফসল। বাগেরহাটবাসীর এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণাঞ্চলের উন্নয়ন দেখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এদেশের জনগণ আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বলেও জানান কেসিসি মেয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ