চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন ২০১৯ ও দক্ষ জনশক্তির গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্দ্যোগে এ সেমিনার জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ আমিনুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ।সভায় বক্তারা, আগামী ২০১৯ সালে রাশিয়ার কাজান শহরে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন হবে এবং বাংলাদেশ সে কম্পিটিশনে প্রথমবারের মত অংশ নিবে। সেলক্ষে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে দক্ষ প্রতিযোগি বাছাই করে পাঠানো হবে। আর সেজন্য জনশক্তির দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। সরকার বর্তমান সময়ে অদক্ষ জনগোষ্ঠিকে দক্ষ জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।