কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এতিম ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা শাখা।
মো. মনির হোসেনের সভাপতিত্বে ডি.এম.এরশাদুল আলম এর পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ মো. শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর-মেয়র মো. মজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মঈনুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান,জেলা পরিষদ সদস্য আছমা খাতুন, পৌর ৩নং ওয়ার্ড কমিশনার ফরহাদ হোসেন।