ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
বুধবার ভোরে ঢাকার ধামরাইয়ে ১৫০ পিছ ইয়াবা সহ মোঃ লাল চাঁন বাদশা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত লাল চাঁন বাদশা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রামনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার এস আই ভজন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শ্রীরামপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে লাল চাঁন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদক বিক্রেতা লাল চাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।