• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের কাছে আটক

আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা যশোর মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের দু’সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়ার লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন, কালিগঞ্জের কাশিবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৮) ও সাতক্ষীরা সদরের ডুমুরতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আতাউর রহমান বাবলু (৩২)। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন,সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ার লস্কর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ফাকা সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এক দল অস্ত্রধারী ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র,গুলি,বোমাসহ সেখান থেকে আন্তজেলা ডাকাত দলের দু’সদস্য মোজাফ্ফর হোসেন ও আতাউর রহমান বাবলুকে আটক করা হয়।

হুমায়ুন কবির

সাতক্ষীরা সদর প্রতিনিধি

০১৭১২-৬৫৯২৬২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ