ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বালিথায় এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সহ দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২ জন।
আজ বৃহস্পতিবার (৭জুন) সকাল ৭ ঘটিকার সময় ধামরাই বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।গাড়ী নাম্বার ঢাকা মেট্রো-১২-৯২৯৭।
নিহতরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (৪২), যশোর জেলার অভয়নগর থানার জাফরপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে এবং মোঃ নাজমুল হক (৪৮), বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া থানার সাহাপুর গ্রামের মৃত নুরুল আমীনের ছেলে।
আহতরা হলেন মারুফা আক্তার (৩০) এবং মাশরুবা আক্তার মাহা (০৫)। মোঃ মাহিন নামের ৩ বছরের শিশুটি অক্ষত রয়েছে।
এই ব্যাপারে এলাকাবাসী জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার আনুমানিক সকাল সাতটার দিকে বালিথা এলাকায় এসে পৌছালে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে মিকচার মেশিনের পরিত্যক্ত জমাট বাধা মিকচারের স্তুপে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক এবং পাশের পুরুষ যাত্রী নিহত হন।
আহত হন এক নারী ও এক কন্যা শিশু যাত্রী। ছেলে শিশু যাত্রীটি অক্ষত রয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করেন।
হাইওয়ে পুলিশের এসআই মোঃ আলমগীর হোসেন দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন আজ সকালে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামীএকটি প্রাইভেটকার বালিথা এলাকায় পৌছালে অন্য একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মিকচার মেশিনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং বাকি দুইজন আহত হন ও তিন বছরের শিশুটি অক্ষত অবস্থায় আছে বলে জানান।