• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

‘অপহরণ’ ও ‘ভয়ংকর রাত’ নিয়ে ফিরছেন লাভলু মিয়া

আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

সম্পূর্ণ মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র প্রচার আবার শুরু হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে দুটি নতুন গল্প ‘অপহরণ’ ও ‘ভয়ংকর রাত’ দেখানো হবে। যথারীতি নাম ভূমিকায় থাকছেন আজাদ আবুল কালাম। তার সহশিল্পীদের মধ্যে আছেন বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ প্রমুখ।
বাংলাঢোল প্রযোজিত ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নির্মাতা সাকিব রায়হান জানান, ঈদের দিন থেকে রবিস্ক্রিন ও এয়ারটলস্ক্রিনে প্রচার শুরু হবে ‘অপহরণ’-এর। চারদিনে চারটি পর্বে হাজির হবেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ঈদের চতুর্থদিন থেকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভয়ংকর রাত’। এই গল্পটি শেষ হবে তিনটি পর্বে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, অপর্ণা ঘোষ, শাহরিয়ার সজীব, ফারুক আহমেদ প্রমুখ।
বরাবরের মতো নতুন দুটি গল্পেও রহস্যের উন্মোচন করবেন গোয়েন্দা লাভলু মিয়া। প্রচারের শুরু থেকে দর্শকের দৃষ্টি কেড়েছে সিরিজটি। সংশ্লিষ্টরা জানান, দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে লাভলু মিয়াকে পর্দায় ফিরিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ