• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

দুই দিনের চীন সফরে গেলেন মোদি

আপডেটঃ : শনিবার, ৯ জুন, ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে আজ শনিবার সকালে চীনে গেছেন। চীনের কিংডাও শহরে দুই দিন ব্যাপী সম্মেলন আজ শুরু হচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
টুইট বার্তায় বলা হয়, “প্রধানমন্ত্রী মোদি আজ সকালে দুই দিন ব্যাপী এসসিওর কাউন্সিল অব হেড অব স্টেট এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে কিংডাওতে গেছেন। কাউন্সিলের পূর্ণ সদস্য হিসেবে সম্মেলনে ভারতের এবারই প্রথম অংশগ্রহণ।”
রওনা দেবার প্রাক্কালে মোদি তার টুইট বার্তায় বলেন,“ আমি আগামী ৯-১০ জুন, চীনের কিংডাওতে এসসিও বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবো। এটাই সম্মেলনে ভারতের সদস্য হিসাবে প্রথম অংশগ্রহণ। সম্মেলনে সদস্য রাষ্ট্রের সাথে আলোচনা ও নেতাদের সাথে মতবিনিময় করা হবে।”-সিনহুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ