চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ । আটককৃতরা হলেন শিবগঞ্জ চককীর্ত্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর গ্রামের এনামুল হক(৪৫) এবং বিনোদপুর ইউনিয়নের বিশ্বাসটোলা গ্রামের মোঃ আরজেদ (৪৫) আলী।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী জানান, গোপন সংবাদেও ভিত্তিতে রানীবাড়ী চাঁদপুর গ্রামের এনামুল হক কে ২০০ গ্রাম গাজাসহ তার বাড়ি হতে এবং খাসেরহাট গ্রাম হতে ৩০ বোতল ফেন্সিডিল সহ আসামী আরজেদ কে গ্রেফতার করা হয়। এ ঘঁনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।