বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের মোরেলগঞ্জ আমতলা বাজারে আওয়ামী লীগের কর্মী সমাবেশও ইফতার মাহফিল অনুষ্ঠিত। দৈবজ্ঞহাটী ইউনিয়নের আমতলা বাজারে এক ইফতার মাহফিল ও আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বলেন আওয়ামী লীগের মধ্যে কোন দ্বিধা বিভক্ত নেই, সকলেই নৌকার কর্মী। প্রকৃত আওয়ামী লীগের ঘরের মধ্যে ঘর মশারির মধ্যে মশারি হতে পারে না। দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে সকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছলুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার, পৌর আওয়ামী লীগ নেতা হারুন-অর রশীদ, উপজেলা যুবলীগের সদস্য সচীব এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, আ.লীগ নেতা মহিদুল ইসলাম স্বপন, শেখ মতিউর রহমান, কবির হাওলাদার প্রমুখ।##