মধ্যরাতে আলিয়া ভাটের বাড়িতে গিয়ে ক্যামেরাবন্দী হলেন রণবীর কাপুর। তাদের সাথে দেখা গেছে, আলিয়ার বাবা মহেশ ভাটকেও। তবে কি শিগগিরই গাঁটছড়া বাঁধছেন বলিউডের জনপ্রিয় এই জুটি! বিয়ের কথা বলতেই সেখানে গিয়েছিলেন রণবীর?
হতে পারে অনেককিছুই। তাদের সম্পর্কও এখন দিনের আলোর মতোই সত্য। তবে প্রেমের ব্যাপারে দুজনের কেউই এখনও মুখ খোলেননি। এতদিন বাইরে দেখা সাক্ষাৎ করলেও এবার আলিয়ার বাড়িতেই ঢুকে পড়লেন রণবীর।
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। বলিউডে গুঞ্জন, সেই ছবির সেটেই আলিয়া-রণবীরের সম্পর্কের সূত্রপাত। এ নিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি তিনি। তবে বেশি কিছু বলতেও রাজি হননি অভিনেতা।
অন্যদিকে আলিয়াও মুখ খুলছেন না। রণবীরের মায়েরও নাকি ছেলের বউ হিসেবে আলিয়াকে বেশ পছন্দ। এখন দেখার বিষয় এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।