• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

পূর্ণিমার ফেরা…

আপডেটঃ : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

চলচ্চিত্রের মিষ্টি মেয়ে পূর্ণিমা। ক্যারিয়ারের এত বছর পরেও এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। তবে চলচ্চিত্রে অনেকদিন দেখা নেই এই নায়িকার। মাঝে নিয়মিত নাটকে অভিনয়, এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মধ্য দিয়ে আবারো চলচ্চিত্র নিয়ে খবরের শিরোনামে এলেন পূর্ণিমা। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের কথা থাকলেও পাওয়া যায়নি তাকে। যার অন্যতম কারণ বড় ব্যানারে কোনো ছবি।
‘একটি সিনেমার গল্প’ ছবিতে তার অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে দেখা যায়নি তাকে। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতেও তার অভিনয় করা নিয়ে খবর পাওয়া যায়। অনেকটা চূড়ান্ত হওয়ার পরেও ছবিটি তিনি করবেন না বলে গণমাধ্যমে জানান। যার কারণ হিসেবে তিনি বলেন, কোন নায়িকার পরিবর্তে তিনি অভিনয় করবেন না।
তবে এতসব নাটকীয়তার পর অবশেষে আবারো বড়পর্দায় দেখা যাবে তাকে। প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে গতকাল দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জ্যাম’ ছবির মহরত। মহরত অনুষ্ঠানে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, টলিউডের নায়িকা ঋতুপর্নো সেনগুপ্ত, মান্নাপত্নী শেলি মান্না, ফেরদৌস, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান ছাড়াও অনেকে।
চলচ্চিত্রের যখন নতুন মুখের সন্ধ্যানে কাজ করছে সেই সময় পূর্ণিমার এই ফেরা চলচ্চিত্রের জন্য ইতিবাচক একটি দিক। কারণ শাবনূর, মৌসুমি, পপি বা পূর্ণিমা একসময়ের জনপ্রিয় এই নায়িকারা এখন অনেকটাই আড়ালে। অথচ তাদের দিয়ে এখনো বড় বাজেটের ছবি সম্ভব। সেই জায়গাটা ইন্ডাস্ট্রিতে তৈরি হতে যদিও সময়ের ব্যাপার।
তবে কলকাতার ঋতুপর্না যেহেতু এখনো নিয়মিত ছবি করছেন। সেই জায়গা থেকে আমাদের নায়িকাদের জনপ্রিয়তার জায়গা থেকে এটি সম্ভব। সেই সম্ভাবনার দিকে হয়তো আবারো পূর্ণিমার ক্যারিয়ার দাঁড়াবে। তাই এই ছবির পর হয়তো তাকে আবারো হারাতে হবে না এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ