• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

বৃদ্ধা মাকে জানালা দিয়ে ফেলে দেওয়ার হুমকি

আপডেটঃ : সোমবার, ৩০ জুলাই, ২০১৮

সম্পত্তি লিখে না দেওয়ায় ৭০ বছর বয়সী মাকে জানালা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিলো ছেলে। নিজের মাকে স্ত্রীসহ মারধরও করতো সে। মর্মান্তিক ঘটনাটি ভারতের সোনাপুরের।
ওই মা ইতিমধ্যে ছেলে ও তার পূত্রবধুর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ গ্রেফতার করেছে তাদের।
পুলিশ জানায়, ছোট ছেলেকে নিয়ে থাকতেন ওই মা। কিন্তু সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। একদিন বাধ্য হয়ে ওই বৃদ্ধা মা নিকটস্থ এক বৃদ্ধাশ্রম চলে যান। কিন্তু কিছুদিন পর ফিরে আসলে তাঁর ওপর  অত্যাচার শুরু করে ছেলে ও পুত্রবধু। বৃদ্ধার নামে থাকা সম্পত্তি লিখে দিতে বলে। মাঝে মাঝে বাথরুমে আটকে রাখতো। একদিন লাঠি নিয়েও মারতে আসে বলে জানায় ওই বৃদ্ধা।
তিনি অভিযোগ করেন, মূলত সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলে ও স্ত্রী জানালা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ