• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৯৮

আপডেটঃ : সোমবার, ৬ আগস্ট, ২০১৮
A man looks at debris from his partially collapsed home following a strong earthquake in Lendang Bajur Hamlet, Lombok island, Indonesia August 6, 2018 in this photo taken by Antara Foto. Antara Foto/Ahmad Subaidi/ via REUTERS

ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে।  আহত হয়েছে আরও কয়েকশ লোক। ভেঙ্গে পড়েছে কয়েক হাজার বাড়িঘর। খবর রয়টার্সের।
রবিবারের এই ভূমিকম্পের পর দেশিটিতে সুনামি সর্তকতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।
সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভেঙ্গে গেছে রাস্তাঘাট।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হয়। সে সময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায়  ৫ শতাধিক পর্যটক আটকাও পড়েছিল, পরে তাদের উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ