• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

কুড়িগ্রাম প্রতিনিধি॥
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে জাতীয় উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয় উন্নয়ন মেলার।
এসময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আল-আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী প্রমুখ।

মেলায় সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরার জন্য ৪ থেকে ৬ অক্টোবর কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল অংশগ্রহন করছে। এছাড়াও মেলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন থাকছে উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহনকারীরা উত্তর দিতে পারলেই ১০জনকে দেয়া হবে ১০ হাজার টাকা পুরস্কার। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ