ইতালিতে কোঙ্কনি এবং সিন্ধ্রি প্রথাতেই বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। লাল শাড়ি, বড় নথ, সোনার ওড়না, গা ভর্তি গয়নায় দীপিকাকে দেখে খুশি তার অনুরাগীরা। নজরে এসেছে তার এনগেজমেন্ট আংটিও। বিয়েতে দীপিকার হাতে অনেকগুলি আংটি দেখা গিয়েছে। অনামিকায় ছিল এনগেজমেন্ট আংটি। হিরে এবং প্ল্যাটিনামের মিশেলে তৈরি ওই আংটি দীপিকাকে উপহার দিয়েছেন রণবীর। বিভিন্ন মহলের মতে, এই আংটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
সাম্প্রতিক বলি নায়িকা সোনম কপূর বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে। তার এনগেজমেন্ট আংটির দাম ছিল ৯০ লক্ষ টাকা।
গত বছর ডিসেম্বরে বিয়ে করেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরাট বিয়েতে অস্ট্রিয়ার জনৈক ডিজাইনারের ডিজাইন করা ১ কোটি টাকা মূল্যের হিরের আংটি আনুষ্কাকে উপহার দিয়েছিলেন। সেই হিসেবে দীপিকা সকলকে ছাপিয়ে গেলেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সূত্র: আনন্দবাজার।