জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা চট্টগ্রাম – ১ (মীরসরাই) আসন থেকে মনোনয়ন পাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন। তিনি ওই আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী।
আজ প্রকাশিত কিছু পত্রিকায় চট্টগ্রাম – ১ (মীরসরাই) আসন থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জায়গায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া মনোনয়ন পাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সঠিক নয় বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।